প্রেম – শব্দটি সত্যি অতোটাই সুন্দর যতোটা সুন্দর করে জীবনটাকে আমরা উপভোগ করতে পারি ।
আপনার আমার জীবনের সবচেয়ে মধুর অংশটাই বোধহয় এই শব্দটিকে ঘিরে । প্রত্যেকটি স্তরে এই শব্দটি বিভিন্ন সম্পর্কের একটি নাম আমাদের দেয়, যে নামগুলো আমাদের হাসায় , কাদাঁয়, সুখি বানায় কোনো সময় দুখীও ..
কবি গুরু বলেছেন – ”আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম”। কাজী নজরুল ইসলাম বলেছেন- ”বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম ”
আবার নির্মলেন্দু গুনের সেই বিখ্যাত লাইন আজো প্রেমের এক মধুর সম্পর্কের ইঙ্গিত দিয়ে যায় – ”পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো ..”
প্রধানত শিল্পাঙ্গনে, বিশেষ করে সাহিত্য এবং উপন্যাসে একটি প্রধানতম ও গুরুত্বপূর্ণ আকর্ষক বিষয় হিসেবে প্রেমের ব্যবহার দেখা যায়। এছাড়াও এর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে কিশোর কিশোরীদের রূপকথার গল্প ও নারীদের উপন্যাসসমূহে তাহলে আসুন জেনে নেই পৃথিবীর সর্বকালের বেস্টসেলার ২টি রোমান্টিক উপন্যাস সম্পর্কে…………
জেন অস্টিনের ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসটিতে এলিজাবেথ ও তার প্রেমিকের সঙ্গে জটিল সম্পর্কের বর্ণনা রয়েছে। তারা পরস্পর পরস্পরকে পছন্দ করে। কিন্তু একে অপরের কাছাকাছি আসতে হলে তাদের ব্যক্তিত্বের কিছু বিষয় কাটিয়ে ওঠা দরকার। এটা নিয়েই দ্বন্দ্ব, প্রেমের সঙ্গে এই দ্বন্দ্বের কথনই প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসের উপজীব্য।
জেন অস্টিনের সবগুলো বইএর লুক ইনসাইড দেখুন এখানে ক্লিক করে
জেন অস্টিনের সেরা কিছু বই এই লিঙ্ক এ
রুশ লেখক লিও টলস্টয়ের উপন্যাস ‘আন্না কারেনিনা’। প্রেম ও সংসারের এক অতুলনীয় পর্ব এই উপন্যাসের পরতে পরতে ছড়িয়ে আছে। আন্না যাকে ভালোবাসে, সমাজ সংসারের জন্য তার কাছে যেতে
পারে না, তার ভালোবাসা দমনের এক অসামান্য বর্ণনা পাওয়া যায় এই উপন্যাসটিতে। ১৮৭৭ সালে উপন্যাসটি রাশিয়া থেকে প্রকাশিত হয় ।
আপনি আমাদের ভালোবাসার একজন মানুষ । দিনশেষে আপনার মন পরিপূর্ন হোক প্রেমময় আনন্দে.
লিও টলস্টয়ের সবগুলো বই দেখুন এই লিঙ্ক এ
বেস্টসেলার সব বই এই লিংকে
Write a Comment